Thursday, July 10, 2025

ঋতুপর্ণ ঘোষ

সেদিনের পর থেকে কতো সিনেমার "শুভ মহরৎ" হলো, কতো "বাড়িওয়ালি" সিনেমার শুটিং-এর জন্য তাদের বাড়ি ভাড়া দিলেন, কিন্তু সিনেমার "উৎসব" আর হলো কি? "ঊনিশে এপ্রিল" দিয়ে বাঙালির "অন্তরমহলে" যাঁর প্রবেশ, ৩০শে মে হঠাৎই তাঁর পথ চলা থেমে গেলো। শান্ত, স্থির নদীতে "নৌকাডুবি" যতোটা আশ্চর্যের, ঠিক ততটাই আশ্চর্যের ছিলো ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়া। সেদিনের বৃষ্টিমুখর কলকাতার অলি-গলি-রাজপথে কতজন যে "রেনকোট" পড়ে বেরিয়ে শূন্যতার হাহাকার অনুভব করেছিলেন, সে ইতিহাস কোথাও লেখা থাকবে না। নিজের বিশ্বাস ও দর্শনের প্রতি কতটা সৎ হলে একজন মানুষ নিজের জীবন দিয়ে তার দাম চোকায়, অবনমনের ইতিহাসে উজ্জ্বল বাঙালিকে ঋতুপর্ণ চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে গেছেন। চলে যাওয়ার পরও হয়তো কতো জনের "চোখের বালি" হয়ে থেকে গেলেন! কিন্তু রাজার আসন ফাঁকাই থেকে গেলো। আঞ্চলিক সিনেমার "The Last Lear" আপনিই যিনি 'সিঁড়ির নীচে বিড়ির দোকান' বা 'তোমার পেটে আমার বাচ্চা' জাতীয় বাংলা সিনেমা থেকে বাঙালিকে শুধু মুক্তিই দেন নি, শিল্পবোধ, রসবোধ, উৎকর্ষতা ও নান্দনিকতায় বাংলা সিনেমাকে অন্য মাত্রায় উত্তীর্ণ করেছিলেন। এতো বাস্তব ও জীবন্ত চরিত্ররা একে অপরের "দোসর" হয়ে থেকে যাবে "আবহমান" কাল ধরে। নবাগত বা ভাবী প্রজন্মের কাছে তারাই না আবার "সব চরিত্র কাল্পনিক" হয়ে যায় এই আশঙ্কা হয় বটে। "চিত্রাঙ্গদা" তো সততার ভাষা, বিশ্বাসের দাম বা একটা ইচ্ছের নাম ছিলো, শুধু কোনো সিনেমা ছিলো না। সেই সাহস বা সততা না থাকলে আরেকটি প্রেমের গল্প বা Memories in March-এ ওই অভিনয় ক্ষমতা দেখা থেকে আমরা বঞ্চিত থেকে যেতাম। ঋতুপর্ণর প্রতিটি সিনেমা জুড়ে আছে সূক্ষ্ম মনস্তত্ত্ব, একাকীত্ব, সম্পর্কের নানারকম শেডস্, ভালোবাসার সাহস, বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত ইস্যুর সৎ ও নির্ভীক উপস্থাপনা - কোনো ভন্ডামি ছাড়া...এবং রবীন্দ্রনাথ। বাংলা সিনেমা ও বাঙালির "দহন"-এর ইতিহাসের ধারাবাহিকতায় লজ্জিত হয়েও ঋতুপর্ণ ঘোষ নামের এক "হীরের আংটি" আমাদের ছিলেন - এটাই যা ভরসার। গর্বের তো বটেই। "ফার্স্ট পার্সন" চিনিয়েছিল রাজনীতি সচেতন ঋতুপর্ণ  ঘোষকে আর শিখিয়েছিলো "প্রেম, বিপ্লব এবং বোধ - এই তিন শব্দেই আমাদের জীবন"। Let all of your movies be "The story of imperfect people" who are "Unloved in love".

আজ গঙ্গাজলে গঙ্গাপুজো করার দিন। নীচে ঋতুপর্ণরই একটি সিনেমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ রইলো। অকপট ও ভনিতাহীন ঋতুপর্ণ ঘোষ।


সুমন সিনহা

৩০/০৫/২০২৫

click on the video link to see: Video link 




ঋতুপর্ণ ঘোষ

সেদিনের পর থেকে কতো সিনেমার "শুভ মহরৎ" হলো, কতো "বাড়িওয়ালি" সিনেমার শুটিং-এর জন্য তাদের বাড়ি ভাড়া দিলেন, কিন্তু সিনে...