আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লান্তির মধ্যেও অত্যন্ত আশাবাদ নিয়ে যিনি দেখেছিলেন "চারিদিকে জীবনের সমুদ্র সফেন", বনলতা, সুরঞ্জনা, সুচেতনাদের প্রতি যাঁর প্রেম ছিলো খাঁটি ও গভীর, "রুপসী বাংলা"কে আষ্টেপৃষ্ঠে ভালোবেসে যিনি সৃষ্টি করেছিলেন কালজয়ী সব পংক্তি, তিনিই "জীবনের সব লেনদেন" ফুরিয়ে যাওয়ার আগে অনুভব করলেন অন্য এক বোধ।
"স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
...
সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়,
সব চিন্তা—প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,শূন্য মনে হয়।
...
ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
আমারে সে ভালোবাসিয়াছে,আসিয়াছে কাছে,
উপেক্ষা সে করেছে আমারে,
ঘৃণা ক’রে চ’লে গেছে—যখন ডেকেছি বারে-বারে
ভালোবেসে তারে;
তবুও সাধনা ছিলো একদিন–এই ভালোবাসা;
আমি তার উপেক্ষার ভাষা
আমি তার ঘৃণার আক্রোশ
অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র—নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
আমি তা’ ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা—ধুলো আর কাদা।
মাথার ভিতরে
স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।"
কবিতা পড়ে ভাবতে শিখিয়েছে আপনারই কবিতা, কবিতা পড়ে বোধের জন্ম দিয়েছে আপনারই কবিতা। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা কবি জীবনানন্দ দাশকে।
সুমন সিনহা
No comments:
Post a Comment