Saturday, July 3, 2021

আর্জেন্টিনা একটা অনুভূতির নাম

আমরা ভালো ফুটবল খেলা উপভোগ করার সমর্থক। আমরা আর্জেন্টিনার সমর্থক। আমরা আর্জেন্টিনা হারলে দুঃখ পাই ঠিকই, কিন্তু অন্য দল হারলে আমরা crow over করি না। কারন আমরা বিশ্বাস করি হারা-জেতা খেলারই অঙ্গ।আমাদের আবেগের রঙ নীল-সাদা, সেটা আমাদের অহঙ্কার। তাই বলে অন্যদের আবেগের রঙ কে আঘাত করে আমরা আনন্দে মাতি না। আমরা শুধুই খেলা দেখি না, আমরা শিল্পেরও কদর করি। তাই আমরা মেসি কে ভালোবাসি। মেসি'র ফুটবল কে ভালোবাসি। আর ভালোবাসা টা খাঁটি বলেই আমরা মেসি'র সাথে অন্য খেলোয়ার দের তুলনা করি না। অন্য কোনো দলের কোনো তারকা খেলোয়ার penalty miss করলে আমরা তাঁকে "miss penalty" বলে ব্যাঙ্গ করি না। আমরা এটাও ভাবি না আর্জেন্টিনা মানেই মেসি। ফুটবল একটা দলগত খেলা বলেই আমরা মনে করি। তাই আর্জেন্টিনা হারলে আমরা সেটা কে মেসি'র ব্যার্থতা বলে হাহুতাসও করি না, ওনাকে গালিগালাজ করে social mediaও ভরাই না। হারা টা কে আমরা দলগত হার হিসেবেই গ্রহণ করি। যেমন আর্জেন্টিনা draw করলে আমরা ব্রাজিলও draw করেছে বলে উদাহরণ টানি না, তেমনই আর্জেন্টিনা হারলে আমরা জার্মানিও হেরেছে বলে গলাবাজি করি না। আর্জেন্টিনা নায্য penalty থেকে বঞ্চিত হলেও আমরা সুইডেনের নায্য penalty'র দাবী কে সমর্থন করি। রোনাল্ডো penalty miss করলেও আমরা তাঁর ফুটবল প্রতিভা কে খাটো করে ব্যাঙ্গ করি না। খেলার থেকে খেলা-অভিনয় (play acting) করেও যখন নেইমার হলুদ কার্ড দেখে না, তখন আমরা ফুটবলের স্বার্থে রেফারীর সমালোচনা করি কিন্তু নেইমার কে troll করি না। জার্মানি'র বিদায় ব্যাথায় আমরাও সমব্যাথী হই।
‌    তাই আসুন আমরা ভালো ফুটবল খেলা দেখায় মনোযোগ দিই। সীমাবদ্ধতার বাইরে বেরোবার চেষ্টা করি। আর্জেন্টিনা বা মেসি কে কুকথা, গালিগালাজ, ব্যাঙ্গ - - এসব ইতিহাসে ঠাঁই পাবে না। তাই মানুষ মনেও রাখবে না। কিন্তু দি মারিয়া'র চোখের জল মানুষ মনে রাখবে, স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য আর্জেন্টিনা সমর্থক দের চোখের জল মানুষের মনে দাগ কাটবে, মারাদোনার শিশুসুলভ কান্না মানুষের আবেগ কে নাড়া দিয়ে যাবে। আর আমার নীরবতা সরব হয়ে থাকবে আমার বিশ্বাসে যে মেসি শুধুমাত্র কোনো ফুটবল খেলোয়াড় নয়, মেসি একটা জীবন-দর্শন। আর্জেন্টিনা শুধুমাত্র কোনো দল বা দেশ নয়, আর্জেন্টিনা একটা লড়াই এর প্রতীক।

সুমন সিনহা
২৮/০৬/২০১৮
P. S. তিন বছর আগের লেখা। ফেসবুক মনে করালো।



No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...