Friday, June 4, 2021

যা দেখি, যা শুনি, একা একা কথা বলি

যারা এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে তাদের থেকে সচেতন ভাবে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। বেশি এগিয়ে থাকতে গিয়ে কখন যে পিছিয়ে পড়তে হয়, সেই ভয় একটা কাজ করে। তা এরকমই একটা এগিয়ে থাকা চ্যানেলের পাল্টি খাওয়া ও ভন্ডামি দেখে তাজ্জব বনে গিয়েছিলাম গত ২রা মে। যদিও সীমানা মুক্ত হওয়ার দাবি তারা সোচ্চারে জানান দেয়, কিন্তু অচন্দ্রবিন্দু 'বুদ্ধিজীবি' দের ভিড়ে তাদের সীমাবদ্ধতা আরো বেশী করে ধরা পড়ে যায় এবং চন্দ্রবিন্দু বুদ্ধিজীবি দের (যাঁদের উক্ত চ্যানেলে কালে ভদ্রে ডাকা হয়) কন্ঠ ঢাকা পড়ে যায়। তার ওপর তো স্বঘোষিত / চ্যানেলঘোষিত বিশেষজ্ঞজন আছেনই। স্ট্রাকচারড্ ন্যারেটিভ ও পোস্টট্রুথ মিলেমিশে একাকার। তবে এনারা ভারসাম্য রক্ষার খেলায় খুবই পটু। যাই হোক, অনেকদিন পর এই সপ্তাহের শুরু তে একদিন সন্ধ্যায় টিভি চালিয়ে দেখি সঞ্চালক মহাশয় একটি সান্ধ্য অনুষ্ঠান পরিচালনা করছেন। কোভিড নিয়ে অনুষ্ঠান। অনেকক্ষন হয়ে গেছে তখন অনুষ্ঠানের। শুনতে ইচ্ছে হলো বলে শুনতে থাকলাম। অনুষ্ঠানের শেষ বক্তা ছিলেন রেড ভলানটিয়ার্স দের একজন প্রতিনিধি।!! বক্তব্যের শুরু তে রেড ভলানটিয়ার্স দের পরিচিতির সময় সঞ্চালক মহাশয়ের মুখ থেকে রবীন্দ্রসংগীত ঝরে পড়তে দেখলাম (!) এবং বক্তা সহ অন্য রেড ভলানটিয়ার্স দের বিগলিত চিত্তে "কুর্নিশ" জানাতে শুনলাম !! আমি তো থ। বক্তব্যের শুরু তে যেটা "কুর্নিশ" ছিল, বক্তব্যের শেষে সেটাই "প্রণাম" হয়ে গেলো! এখানেই শেষ নয়, তার সাথে "সামাজিক আন্দোলন", "সামাজিক বিপ্লব", "তারুণ্য", "পরিবর্তন", "দেশ", "সমাজ", "সংসদীয় রাজনীতি", আরো কত ভারী ভারী শ্রুতিমধুর শব্দ... বাকি বক্তাদের কাউকে কাউকে দেখলাম সম্মতিসূচক মাথা নাড়তে!! হায় রে, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ (নাকি মিডিয়া?)। আমি শুধু ভাবতে থাকলাম গত বছর শুরুর দিক থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যে শ্রমজীবি ক্যান্টিন গুলো চালু করা হয়েছিল বা ব্যক্তিগত উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনের জন্য খাদ্য, ওষুধপত্তর, পড়াশোনার সামগ্রী ইত্যাদি দিয়ে নানা ভাবে তাদের পাশে থাকা হয়েছিলো, সেগুলোও তো আন্দোলনের একটা বিকল্প মডেল ছিল। সেগুলোও তো সামাজিক আন্দোলন বা সামাজিক বিপ্লব ছিল। তখন এনারা কোথায় ছিলেন কে জানে!! নির্লজ্জতার এরকম নগ্ন রূপ দেখলে খুব বিচলিত বোধ করি।

সুমন সিনহা
০৪/০৬/২০২১



No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...