Friday, June 11, 2021

বুদ্ধদেব দাশগুপ্ত

রায় - সেন - ঘটক পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের কৌলিন্য যাঁর হাত ধরে বেঁচেছিল, তিনি চলে গেলেন আজ। শুধু পরিচালক হিসেবে নন, কবি হিসেবেও সমাদৃত ছিলেন। 'তাহাদের কথা' বলবার লোক কমে গেলো আরো, 'মন্দ মেয়ের উপাখ্যান'ই বা কে লিখবেন এখন! কবিতার 'চরাচর' রিক্ত হল।

"মানুষ বেঁচে থাকে, মানুষ মরে যায়
কাহার তাহাতে ক্ষতি? কিই বা ক্ষতি হয়? 
আমার শুধু বুকে গোপনে জ্বর বাড়ে
মানুষ বেঁচে থাকে, মানুষ মরে যায়।"

যে 'দূরত্ব' আজ সৃষ্টি হল তা ঘোঁচবার নয় জানি। তবু বিশ্বাস রাখি 'স্বপ্নের দিন' আসবেই একদিন। শ্রদ্ধা জানাই আপনাকে বুদ্ধদেব দাশগুপ্ত। 🙏

সুমন সিনহা
১০/০৬/২০২১



No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...