Monday, April 8, 2024

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

আমাদেরও একজন বিদ্যাসাগর ছিলেন। ভাবতেই কেমন অবাক লাগে আজ। একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকই শুধু ছিলেন না উনি, সীমাহীন ব্যাপ্তি ছিল ওঁর। বাংলা গদ্যের আধুনিকীকরণ ও বাংলা বর্ণমালার বিজ্ঞানসম্মত রূপায়ণে ওঁর অবদান অবিস্মরণীয়। বিধবা বিবাহ আইন প্রণয়নে শুধু মুখ্য ভূমিকাই উনি নেন নি, বিধান পরিষদে সেই আইন পাশ করাবার জন্য চরম বিরোধিতা ও অপমান সহ্য করেও সই সংগ্রহে নেমেছিলেন। বিরোধীরাই বেশি সই সংগ্রহ করেছিলেন। বিল পাশের বিরুদ্ধে প্রায় চারগুণ বেশি সই পড়েছিল!! না, সংখ্যাগরিষ্ঠতাবাদ (majoritarianism) মানেই ঠিক নয়। লর্ড ডালহৌসী বিলটি চূড়ান্ত করেন ও ১৮৫৬ সালে বিধানসভায় বিধবা বিবাহ আইন পাশ হয়। বাল্যবিবাহ'র বিরুদ্ধে বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিল Age of Consent Act, 1891. নারী শিক্ষা ও নারী স্বাধীনতার পক্ষে গলা ফাটানো এই অগ্রণী বাঙালি পুরুষ মানুষটিকে আজকের দিনে স্মরণ করা ছাড়া আর কি-ই বা করতে পারি!

সুমন সিনহা

২৬/০৯/২০২৩ 



No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...