Friday, April 5, 2024

আজকাল ফেসবুক খুললেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। ঘটমান বর্তমান সময়ের পোস্টগুলো দেখে অদ্ভুতরকম নিরুত্তাপ থেকে যাই। কিছুদিন আগে অবধিও যে সব পোস্টগুলো দেখে রাগ বা ঘেন্না থেকে তীব্র রিয়াক্ট করতাম, আজকাল নিজের ওপরই রাগ বা ঘেন্না হয়!! তবুও অনুপ্রেরণার উদযাপনের মধ্যে প্রেরণাদের দেখে মনে আসে "বৃথা আশা মরিতে মরিতেও মরে না"। সভ্যতার এই কালবেলাতেও এক "সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক" ভারতবর্ষের স্বপ্ন দেখতে ইচ্ছে করে।

৩০/০৫/২০২৩

সুমন সিনহা

No comments:

এলোমেলো ভাবনা - ১৪

এখানে গত দুদিন ধরে বেশ বৃষ্টি হলো। গতকালতো বেশ ভালো রকম। সাথে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া। মানে যাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলে। তার ওপরে কার...