Friday, April 5, 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক হিসেবে আমি লজ্জিত ও ব্যথিত। মেধার দম্ভের সাথে ছদ্ম এলিটিসম্ ও মানসিক বিকৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেই এই ঘটনা ঘটা সম্ভব। কদর্য এই সামাজিক ব্যাধির দায় কমবেশি আমার আপনার সবার। স্বপ্নদীপের মৃত্যু এই সিস্টেম কে অনাবৃত করেছে মাত্র। যে সিস্টেমের জন্য গুণমান ও উৎকর্ষে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় আজ উপাচার্যহীন!!

এঁচোড়েপক্ক ছেলেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরেকজন মায়ের কোল খালি হওয়ার আগে অন্তত যদি তারা একটু ভাবে!!!

১২ / ০৮ / ২০২৪
সুমন সিনহা

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...