Friday, April 5, 2024

এলোমেলো ভাবনা - ৬

জীবন মোটামুটি তার চেনা ছন্দে চলে। প্রত্যেকেই তার জীবনের সেই চেনা ছন্দে অভ্যস্ত। প্রাত্যহিকতার সেই ছন্দের ভেতরে তার শখ-আহ্লাদ, ইচ্ছে, নেশা ইত্যাদি চাপা পড়ে যায়। হয়তো বা হারিয়েও যায় অনেকের ক্ষেত্রেই। ছান্দিক সেই জীবনে থেকে কি নিজেকে চেনা যায়? নাকি চেনা সত্তাটাই অচেনা মনে হতে থাকে নিজের কাছে? কিন্তু চেনা গন্ডির বাইরে বেরোতে চাইলেও অন্যদের খুব অচেনা লাগে তখন। চেনা চেনা লোকগুলো কেমন যেনো অচেনা ঠেকে! এ এক অদ্ভূত বৈপরীত্য, একটা প্যারাডক্স। এই একাকীত্ব কি জীবনেরই উপহার? "একে একে কথা বলা /নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে" - এই সীমাবদ্ধতার বাইরে বেরোতে গিয়ে যখন আবিষ্কার করি ছুটে চলাটাই শুধু শুধু, তখন নিজেকে শুধু একাই লাগে। সেই একাকীত্ব নিঃসীম, সেই অনুভূতি খাঁটি। নাকি সবাই নিজেকে নিয়েই থাকতে চায়? নিজের জন্যই বাঁচতে চায়? সম্পর্ক কি নিজের মতো বাঁচার একটা শর্ত নাকি একটা বিভ্রম (ইলুসন্)? প্রতিশ্রুতি, স্মৃতি - এসব কি কেবলই ভ্রম?? স্মৃতি বোধহয় শুধু শূন্যতা রেখে যায়... ফুরিয়ে যাওয়া বোধহয় অনিবার্য নিয়তি। ফুরিয়ে যাওয়ার আগে ফিরিয়ে নেওয়ার কেউ থাকে কি সত্যি? আজকাল নির্মলেন্দু গুনে'র লাইন দুটি খুব মনে হয় "আমি জন্মের প্রয়োজনে ছোটো হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি"।


সুমন সিনহা
০৩/০৪/২০২৩

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...