Friday, April 5, 2024

অনুভূতি

 অনুভূতি 

-----------------
সত্যি বলা ছেড়েছো তো
অনেক বছর আগে
মিথ্যেও যে শিল্প হয়
শিখেছি তোমার কাছে।
সকাল বিকেল বলতে যখন
তোমায় ভালোবাসি
তখন কি আর বুঝতাম
সে সবই ছলচাতুরি!
কত কথা, প্রতিশ্রুতি...
ভাবি আর হাসি
মানুষও এত ভণ্ড হয়
আর এত মেকি!
নেশা তোমার অন্য কিছুর
মানতো না তবু মন
অজুহাতেই কাটাতে পারে
কেউ তার সারা জীবন!
দেখা হলো তো অনেক কিছুই
প্রতারণা, বোলচালে
আরো কি কিছু শেখার আছে
ঠেকে এবং ঠকে?
দেখলে খেলা, বুঝলে নাচা
ঢোকেনি কিছু মগজে?
বিশ্বাস করে ঠকা ভালো
"সত্যরে লও সহজে"।
সুমন সিনহা
২০/০৩/২০২৩

No comments:

এলোমেলো ভাবনা - ১৪

এখানে গত দুদিন ধরে বেশ বৃষ্টি হলো। গতকালতো বেশ ভালো রকম। সাথে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া। মানে যাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলে। তার ওপরে কার...