Friday, April 5, 2024

যে সৎ, ভদ্রলোকটি অনুদান, দান - খয়রাতির বদলে শিল্প ও চাকরির জন্য সোচ্চার হয়েছিলেন, তিনি অনেকদিন ধরেই নিভৃতচারী ছিলেন, এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে। তাঁকে নিয়ে যারা একসময় মিথ্যার মিথ বানিয়ে ফলাও করে নিয়মিত প্রচার করতেন, তাদের বোধোদয় দেখে ভালো লাগছে। কেউ কেউ আবার বুদ্ধ বাবুর অসুস্থতায় আতঙ্কিত! যারা কিছুদিন আগেই বুদ্ধ বাবুর পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন, তারা আজ ওঁর মূল্যবোধ ও আদর্শ নিয়ে বলছেন!! বলি কি পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান কি মতাদর্শের নিরিখে করেন নি সেদিন?? বুদ্ধ বাবুকে নিয়ে যতো বেশি আলোচনা হবে, আজকের রাজনৈতিক কেষ্টবিষ্টুদের সাথে ওঁর আশমান-জমিন ফারাক তত বেশী স্পষ্ট হবে। মিথ্যাচার, চুরি - জোচ্চুরি, দুর্নীতি ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা (institutionalization of corruption) এগুলো অবশ্যই দোষের, কিন্তু সততা, ভদ্রতা, স্বাভাবিক যাপন - এগুলো বাড়তি গুণের কিছু না বরং এগুলোই মানুষের স্বাভাবিকতা। নিজের জীবনে এগুলো চর্চা (practice) করতে পারলেই (অন্ততঃ কিছুটা হলেও) বুদ্ধ বাবুকে সম্মান ও শ্রদ্ধা দেখানো হবে। যাইহোক, সাংবাদিক বাবুর বোধোদয়ে কিছুটা হলেও আশান্বিত হলাম। সাংবাদিক বাবুর পোস্টটি শেয়ার করছি, একটু সময় থাকলে পড়বেন।

৩১ / ০৭ / ২০২৩

সুমন সিনহা



No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...