Monday, April 8, 2024

ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা যায় না। পক্ষ বেছে নিতে হয়। পক্ষ বেছে নিয়েও অনেকে নিরপেক্ষ ব'লে দাবি করে বা দেখায় বা কিছুই বোঝে না এমন ভান করে। কিন্তু সেরকম লোকজন সব যুগেই কম বেশী ছিলো। সামাজিক মাধ্যমের যুগে আজকাল হয়তো সেটা একটু বেশিই নগ্ন হয়ে চোখে পড়ে। ভ্রম সকলেরই হয় কিন্তু বিভ্রান্ত না হলেই হলো। মোদ্দা কথা ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা যায় না। পক্ষ বেছে নিতে হয়। আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার চারটে লাইন টাইমলাইনে থাক...
"অস্থির হয়ো না,
শুধু প্রস্তুত হও।
এখন কান আর চোখ
খোলা রেখে
অনেক কিছু দেখে যাওয়ার সময়।"
সুমন সিনহা
২২/০১/২০২৪

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...