Monday, April 8, 2024

ঋত্বিক ঘটক

"তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে"
আজ স্পর্ধার জন্মদিন
আজ ঋত্বিক ঘটকের জন্মদিন।
ভাবতেও অবাক লাগে যে এই 'ইতরের দেশে' যেখানে 'বণিকেরা লেখকদের উদ্ভাবন করে', 'যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবোতে কবিরা গরু হয়ে যায়' সেখানে অকৃত্রিম ঋত্বিক ঘটক একদিন ছিলেন। ক্ষমা করবেন ঋত্বিক বাবু - বাঙালি ঋত্বিক হয়ে উঠতে পারেনি, যে বাঙালিকে ধাক্কা দিয়ে আপনি সোচ্চারে বলেছিলেন "আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি" বা "অ্যাপোলিটিকাল বলে কোনো কথা হয় না"। সেই সময়টা হয়তো আপনাকে প্রত্যাখ্যান করেছিলো, আপনার প্রতিভাকে অস্বীকার করেছিলো কিন্তু "পিপল'স আর্টিস্ট" আপনিই।
সুমন সিনহা
০৪ / ১১ /২০২৪


No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...