Friday, April 5, 2024

এলোমেলো ভাবনা (৫)

 

গত সোমবার এখানেই একজনের আমন্ত্রণে বাসন্তী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিলাম। প্রবাসী বাঙালিদের একটি মঞ্চ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিবেশনায় সবাই বাঙালি। অল্প কয়েকটি স্টল ছিল। তার মধ্যে একটি মুদিখানার দোকানও ছিলো। দোকানটার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত মনকেমন করা অনুভূতি হলো যে অনুভূতি ভাগ করে নেওয়ার, যে অনুভূতি অনুভব করার কেউ নেই এখানে, এই প্রবাস জীবনে। দোকানের নানারকম সামগ্রী আমাকে অতীতচারী করে তুলেছিল, আমার বাঙালিয়ানাকে নাড়া দিয়েছিলো। বাংলার চাওমিনের প্যাকেট, বড়ি, বর্ধমানের মুড়ি, জে.কে পোস্ত, মুখরোচক চানাচুর, আমসত্ব, বাংলার আঁচার... এরকম আরো অনেককিছু। প্রবাসে থেকে এসব স্মৃতিবিজড়িত জিনিস অনেকসময়ই সময়ে বা দরকারে পাওয়া যায় না (এই ই-কমার্সের যুগেও)। স্মৃতি স্বভাবত অবাধ্য, তাই মনে নিতে না পারলেও সেসব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যাইহোক, দাম একটু বেশী নিলেও বেশ কিছু জিনিসও কিনে ফেললাম। কিন্তু দুটো জিনিস দেখে গভীর ভাবে অনুভব করলাম যে আবেগ, ভালোলাগা, মনের টান, ভালোবাসা'র কোনো তত্ত্ব হয় না, সেটা জীবনের অঙ্গ, যাপনের অঙ্গ। সে দুটি জিনিস হলো ইঞ্জিন সর্ষের তেল আর ঝর্ণা ঘি। ছবি গুলো পরে বাড়িতে তুলেছি।

সুমন সিনহা
৩০/০৩/২০২৩


No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...