Saturday, April 24, 2021

এই ভিডিও টি দেখলে হয়তো ভবিষ্যতের ভূত সিনেমা টি অনেক টাই দেখা হয়ে যাবে। এবং সিনেমা টি যে ভৌতিক কারণে মুক্তি পাওয়ার পরের দিন থেকে বাজার থেকে উধাও হয়ে যায় সেটাও স্পষ্ট বোঝা যাবে। এর বিরুদ্ধে যে সার্বিক প্রতিবাদ হচ্ছে সেটা দেখানো নিয়ে সংবাদ মাধ্যমও কোনো ভৌতিক কারণে অদ্ভুত রকম মৌনতা অবলম্বন করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া যে কতটা মেরুদন্ডহীন হয়ে পড়তে পারে এই ভিডিও টি সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ফলতঃ স্বাধীন, সার্বভৌম, গনতান্ত্রিক একটি রাষ্ট্রের অঙ্গরাজ্যের একটি বড় অংশের নাগরিক জানতেই পারছেন না এসব ঘটনাপ্রবাহ কি শুধুই ভৌতিক নাকি রাষ্ট্রযন্ত্র পরিচালিত এক নিপুণ সন্ত্রাস। এই ভয়ঙ্কর অবস্থাকে চিত্রিত করা হয়েছে হাস্যরস, বিদ্রুপ ও শ্লেষের মাধ্যমে এই প্রতিবাদ ভিডিও টিতে। ভিডিও টির কোনো কপিরাইট না থাকায় আপনারাও এটি পরিচিত জনদের ফরওয়ার্ড করুন ও দেখতে অনুরোধ করুন।

সুমন সিনহা 
২৪/০২/২০১৯ 

P.S. ভিডিও টি অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। 

No comments:

এলোমেলো ভাবনা - ১৪

এখানে গত দুদিন ধরে বেশ বৃষ্টি হলো। গতকালতো বেশ ভালো রকম। সাথে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া। মানে যাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলে। তার ওপরে কার...