Sunday, April 18, 2021

সময়

 সময়

উন্মুক্ত বুকে আবাহন করা হল না
গ্রীষ্মের সন্ধ্যে বেলায় একসাথে গঙ্গার হাওয়া খাওয়া হল না 
শীতের শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে একসাথে হাঁটা হল না 
জানালা দিয়ে একসাথে বর্ষার রোমান্টিসিজম্ দেখা হল না 
বসন্তে একসাথে রঙীন হওয়া হল না 
আঙুল দিয়ে চুলে বিলি কাটানো হল না
শাড়ির আঁচল দিয়ে কপাল এর ঘাম মোছানো হল না 
একসাথে বসে খরচের হিসেব লেখা হল না 
ঘামের গন্ধ নিয়ে একসাথে কিছু গড়া হল না
বুকের ওপর মাথা রেখে আরাম করা হল না
নগ্ন আলিঙ্গনে আদিম হওয়া হল না... 

সময়ের অগোচরে একদিন পুরোনো হয়ে গেলাম
নিষ্ঠুরতার নিস্তব্ধ সাক্ষী রইলো একমাত্র সময়। 

 
সুমন সিনহা 
১৮/০৩/২০১৯

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...