Wednesday, April 21, 2021

দূরবীন

প্রিয় বই নিয়ে লিখতে বসে একটা দোলাচলে ভুগছি। একটা বই নিয়ে লিখতে গেলে মনে হচ্ছে অন্যটার প্রতি অবিচার করছি। আজ যে বইটার কথা লিখতে ইচ্ছে করছে সেটা হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন। বিংশ শতাব্দীর দুইয়ের দশক থেকে আটের দশক পর্যন্ত সামাজিক ও মনষ্তাস্তিক পরিবর্তনের চালচিত্র কে তিনটি প্রজন্মের মাধ্যমে একটি নিপুণ শিল্পে ফুটিয়ে তুলেছেন লেখক।

প্রথম প্রজন্মের নায়ক বিপত্নীক জমিদার হেমকান্ত। প্রবল ব্যক্তিত্বসম্পন্না এক পুরোহিতকন্যা রঙ্গময়ীর সাথে হেমকান্তের গোপন প্রণয়কাহিনী দিয়ে প্রথম পর্যায় শুরু। রঙ্গময়ীর হেমকান্ত কে দায়িত্বশীল করে তোলার চেষ্টা, প্রখর বুদ্ধিসম্পন্ন হেমকান্তের পুত্র কৃষ্ণকান্তর প্রতি রঙ্গময়ীর অপার মাতৃস্নেহ, কৃষ্ণকান্তর উজ্জ্বল বাল্যকাল এসব নিয়ে প্রথম প্রজন্মের গল্পের শেষ।
দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত। সৌন্দর্য ও চারিত্রিক দৃঢ়তার সংমিশ্রনে এক অসামান্য চরিত্র কৃষ্ণকান্ত, যার অবস্থান পিতা হেমকান্তের বিপরীত মেরু তে। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ কৃষ্ণকান্তের ব্রহ্মচর্য গ্রহণ ও দেশভাগের পর তার আমূল পরিবর্তন নিয়ে দ্বিতীয় পর্যায়।
তৃতীয় প্রজন্মের নায়ক ধ্রুব। বিংশ শতাব্দীর উপান্তপর্বে এক উদ্ধত ও বিদ্রোহী যুবক ধ্রুব যে বাবার মতই সুপুরুষ কিন্তু মনেপ্রাণে বাবা কে ঘৃণা করে। পিতার সাথে জড়িত সবকিছু থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে। অন্যদিকে পুত্র তাকে ন্যূনতম সম্মানটুকু না দিলেও পুত্রবধূ রেমির প্রতি কৃষ্ণকান্তর অগাধ বিশ্বাস। রেমির প্রতি ধ্রুবর বেহিসাবি, বেপরোয়া, বেলাগাম ও বদমেজাজী ভালোবাসা ও একই সাথে চূড়ান্ত উদাসীনতা ও উপেক্ষা এক গভীর মনষ্তাস্তিক ভাবনার সৃষ্টি করে। অন্যদিকে রেমির ভালোবাসা কখনও ফুরায় না, 'মোমবাতির আলোর মতো ভদ্র ও হিম'। পিতার বিরুদ্ধে মারাত্মক রেবেলিয়াস ও ব্যক্তিজীবনে চুড়ান্ত উদাসীন ধ্রুব চরিত্রটির আকর্ষণ কাটানো খুব মুষ্কিল। আর আজ অকপটে স্বীকার করছি কলেজের সেকেন্ড ইয়ারে বইটি পড়ার পর অনেকদিন ভেবেছি রেমির মতো কি কেউ আসবে আমার জীবনে! বইটি শেষ হচ্ছে ধ্রুবকে লেখা কৃষ্ণকান্তর একটি চিঠি দিয়ে। পুত্রকে লেখা পিতার ওই চিঠিটি একটি অমূল্য সাহিত্যিক সৃষ্টি যার জন্য বইটি একাধিকবার পড়া যায়। তিন প্রজন্মের এই কাহিনীর সাথে সাথে স্বদেশী আন্দোলন ও দেশভাগের উত্তাল সময়গুলো ফুটে উঠেছে দক্ষ হাতের ছোঁয়ায়।
শুধু দূরকেই কাছে আনে না, উল্টো করে ধরলে কাছের জিনিসও দূরে দেখায় দূরবীন! নামকরণের এই সূক্ষ্মতাও অনবদ্য।

সুমন সিনহা
০৩/০৯/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...