Tuesday, April 20, 2021

পূর্ব পশ্চিম

আজ যে বইটার কথা লিখতে ইচ্ছে করছে সেটা হল সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। বাঙালি জীবনের আধুনিক মহাকাব্য বলা যেতে পারে বইটিকে। এই ইতিহাস ভিত্তিক উপন্যাসটি আবর্তিত হয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে দুই বাংলার নাগরিক জীবন, রাজনীতি, মুক্তি যুদ্ধ, প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে। দেশবিভাগ প্রতিষ্ঠিত সত্য। বাঙালি জাতি দ্বিখন্ডিত হয়েছে কিন্তু পৃথক হয়ে যায়নি। এই কাহিনী কিছুদিন আগে ঘটে যাওয়া পূর্ব ও পশ্চিম বাংলার ইতিহাস দিয়ে শুরু হলেও সেই সীমাবদ্ধতা কাটিয়ে ছড়িয়ে গেছে পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে। সব কিছুরই বোধহয় একটা পূর্ব - পশ্চিম আছে। এই পৃথিবী যেমন পূর্ব - পশ্চিমে বিভক্ত, সেরকম মানুষের মনেরও একটা পূর্ব - পশ্চিম (বৈপরীত্য) আছে। তার মর্মে প্রবেশ করেছে এই উপন্যাস। সভ্যতা এক সময় পূর্বে ধাবমান ছিল, তারপর একদিন পশ্চিমে বইতে শুরু করলো। পূর্ব - পশ্চিমের এই দ্বন্দ্বেই বোধহয় অতীনের পশ্চিমে যাওয়া বা অলিকে ছেড়ে যাওয়ার পাপবোধ বা শর্মিলার সাথে ঘনিষ্ঠ হওয়া! একদিকে নেহেরু, শেখ মুজিব, নিয়াজী, ইন্দিরা গান্ধী, ইয়াইয়া খান, ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী অবস্থা, দেশভাগ, নকশাল আন্দোলন এসবই যেমন পুঁথিগত ইতিহাসের অংশ, তেমনই সুহাসিনী, প্রতাপ, বুলা বাবুল, মামুন, রুমি, জাহানারা, অতীন, অলি এরা সবাই এক চলমান ইতিহাসের অংশ। আমার মতে পূর্ব পশ্চিম শুধুমাত্র তথ্যনিষ্ঠ ইতিহাসের ওপর একটি আন্তরিক গবেষণাই নয়, একটি তথ্যভান্ডারও বটে, যা বাঙালি জীবন ও মননের একটি অমূল্য সম্পদ।

সুমন সিনহা
৩১/০৮/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...