Friday, April 23, 2021

মাননীয়া,
আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের একজন প্রাক্তন ছাত্র। সম্প্রতি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ এই যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামের সাথে যেন রাজা কৃষ্ণনাথের নামটি অবশ্যই যুক্ত রাখা হয়। মুর্শিদাবাদ জেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে কৃষ্ণনাথ কলেজ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির নামের সাথে রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত না থাকলে সেই ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এবং কলেজের অসংখ্য প্রাক্তনীর আবেগের প্রতি অবিচার করা হবে। সাথে কলেজে বর্তমানে চালু আন্ডারগ্রাজুয়েট কোর্সটিও বিশ্ববিদ্যালয়ে যাতে চালু থাকে সেই অনুরোধও রাখছি।

সুমন সিনহা
০২/০৮/২০১৯

P.S. "দিদি কে বলো" তে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এটি লিখেছিলাম।

No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...