Saturday, April 24, 2021

২৯ শে সেপ্টেম্বর

আজ, ২৯ শে সেপ্টেম্বর, বিশ্ব হৃদয় দিবস। যান্ত্রিকতায় আবদ্ধ ও আচ্ছন্ন জীবনের জানালা দিয়ে সংবেদনশীল অনুভূতির খোলা হাওয়া আজ অন্তত আমাদের ভেতরে প্রবেশ করুক। 'শহিদ মিনারের ওপর থেকে' যদি কোনো মেয়ে চিৎকার করে বলে 'ইন্দ্র কাকু আমার প্রেমিক' আমরা সেটা যেনো গ্রহণ করতে শিখি। গেলো গেলো রব তোলার কিছু নেই। বাঙালির সহজাত পরনিন্দা পরচর্চার মতোই ছড়িয়ে ছিটিয়ে দু চারটে পরকীয়া ছিল, আছে ও থাকবে। তাতে সমাজ সংসার উচ্ছন্নে যাবেনা। পারস্পরিক বিনিময় উষ্ণ হোক এই আশা রাখি। আসুন, আমরা হৃদয়কে প্রসারিত করি। আজকাল ওখানেই তো অসুখ সবচেয়ে বেশী! আর হ্যাঁ, ইংরেজি শব্দ হার্ট কে হৃদয় বলা বন্ধ হোক। হার্টের বাংলা হৃৎপিন্ড থাকুক। হার্টের অবস্থান আছে, হৃদয়ের তো কোনো অবস্থান নেই! হৃদয়ের কি কোনো ইংরেজি প্রতিশব্দ সত্যিই আছে? আসুন আমরা ভালবাসার বড়াই করা ছেড়ে ভালোবাসতে শুরু করি। 'শৌখিনতার গোলাপকুন্জে' আমরা 'মহুল' ফোটাবার চেষ্টা করি অন্তত।

©সুমন সিনহা।
২৯/০৯/২০১৯


No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...