Friday, April 23, 2021

'সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে।
হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করার কেউ আর নেই
সবাই চেঁচিয়ে বলছে শাবাস, শাবাস।
রাজা, তোর কাপড় কোথায়?'

- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
লেখারও কেউ নেই। কবির কলমও তো থেমে গেছে।

০৪/০৪/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...