Friday, April 23, 2021

সমকালীন যে সকল বাঙালীর জন্য আমার নিজেকে বাঙালী ভাবতে গর্ব হয়, ডাঃ কুণাল সরকার তাঁদের অন্যতম। ওঁনার বক্তৃতা বা বিতর্ক আমার বরাবরই প্রিয় এবং নিয়মিত শোনার চেষ্টা করি। সম্প্রতি ওঁনার এই স্মারক বক্তৃতাটি শোনার পর আমি যারপরনাই অভিভূত। বিষয় : Understanding health care. গোটা বক্তব্যটি বাংলায় দেওয়া। এরকম বিষয়ের ওপর একটি বক্তৃতা যে এত আকর্ষনীয় ও বহুমাত্রিক হতে পারে, এটা না শুনলে হয়তো বিশ্বাসই হতো না। চিকিৎসা ও চিকিৎসাবিদ্যা, ইতিহাস, শিল্পায়ণ, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংখ্যাতত্ব, সরকারী নীতি, তার রূপায়ণ ও বাস্তবতা, জনসচেতনা, কর্তব্য ও ঔচিত্য - - কি নেই ওঁনার বক্তৃতায়। বক্তৃতাটি একটু বড়ো হলেও আপনাদের অনুরোধ করবো সময় নিয়ে একটু শুনতে।

সুমন সিনহা
২৯/০৯/২০১৮

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...