Monday, April 19, 2021

উপলব্ধি

 উপলব্ধি

বিছানায় শুয়ে শুয়ে সারাদিন
অসীম চিন্তা ভাবনার অবকাশ
পুরোনো নানান কথা, প্রতিশ্রুতি
মনের মধ্যে প্রতিনিয়ত উঁকি দিয়ে যায়
ভাবি চারপাশের মানুষজন এত উদ্বায়ী !! 
নিজের লোকও মাঝে মাঝেই এত
অচেনা, অপরিচিত !!
চলভাষে ক্রমাগত আওয়াজ 
বয়ে আনে সমব্যাথী বার্তা 
সমবেদনা কি খুব জরুরী ? 
নাকি না চিনতে পারাকে, না জানতে পারাকে 
আরো স্পষ্ট করে বুঝিয়ে দেয় !! 
গগনবিহারী চিল হতে পারিনি 
তাই উড়তে পারিনি উঁচু আকাশে 
দশ ফুট বাই দশ ফুটে বন্দি যে 
তার কাছে প্রেমিকা আসে না... 
বন্দি অবস্থায় শুধু প্রতিশ্রুতিরাই মনে ভিড় করে 
ছাপোষা মধ্যবিত্ত কখনো প্রেমিক হতে পারে না... 
সে হয়তো সীমাবদ্ধতার বাইরে বেরোনোর 
স্বপ্ন দেখে, শুধুই স্বপ্ন দেখে... 

সুমন সিনহা  
২৮/০৪/২০১৯

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...