Friday, April 23, 2021

"এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না"

একজন সহনাগরিক হিসেবে আমি আজ ব্যথিত ও লজ্জিত। কিন্তু রাস্তায় নামার অবস্থা বা সামর্থ্য এবং সম্ভবতঃ সাহসও আমার নেই। শুধু এটুকুই চাই শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় থাকুক। হিংসা, দাঙ্গা ও ঘৃণার প্রচার বন্ধ হোক। এত কিছুর মধ্যেও কিছু কিছু খবর পড়ে বা দেখে মন টা বেশ ভালো লাগছে। এই বিশ্বাস টুকু যেনো ধরে রাখতে পারি।

সুমন সিনহা
২৭/০২/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...