Thursday, April 22, 2021

শিক্ষক শিক্ষিকার ঋণ কখনো শোধ করা যায় না। আমার স্কুলের জীববিজ্ঞানের স্যার নির্মল বাবু (নির্মল সরকার) এই অসময়ে চরমতম প্রাসঙ্গিক কথাগুলো বলেছেন। আমারও একই উপলব্ধি। অপ্রিয় সত্য টা সবার সাথে শেয়ার করতে চাই।
" যে রাজনৈতিক দলের নিকট প্রত্যাশা ছিল সুস্থ্য সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার, তারা যখন চরম ভোগবাদের নেশায় নেশাগ্রস্থ তখন আর কারও কাছে প্রত্যাশা করা মানে ইতিহাসকে অস্বীকার করা।ধনবাদী গণতান্ত্রিক ব্যবস্থার অবশ্যম্ভাবী পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।এজন্য আপসোস করে লাভ নেই।পারলে রাস্তায় নামতে হবে, নইলে বুকের জ্বালা নিয়ে এসব দেখতে হবে।বাম সংকীর্ণতা ও বাম বিচ্যুতির ফল আমাদের ভোগ করতে হবে।"

১৩/০৬/২০১৯

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...