Wednesday, April 21, 2021

প্রথম আলো


কাল কিছু কাজ করতে গিয়ে আর লেখা হয় নি। আজ আমার প্রিয় বইয়ের কথা লিখতে গিয়ে যেটা মনে পড়ছে সেটা হল সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। মূলতঃ ১৮৮৩ থেকে ১৯০৭ সাল অবধি এই উপন্যাসের সময়কাল। বাংলার একমাত্র স্বাধীন রাজ্য ত্রিপুরার মানিক্য রাজপরিবারের অন্দরমহল থেকে এই উপন্যাসের শুরু। তারপর বহমান নদীর মতো বইতে বইতে ঢুকে পড়েছে জোঁড়াসাকো ঠাকুরবাড়ির অন্দরমহলে। বীরচন্দ্র মানিক্য, দেবেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, কাদম্বরী দেবী, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বোস সহ অসংখ্য ঐতিহাসিক চরিত্র কে ইতিহাসের ধূলো থেকে উনি তুলে এনেছেন, যাঁদের অনেককেই আমরা 'বিস্মৃতি দিয়ে খতম' করেছি। সাথে সৃষ্টি করেছেন দুটি অসাধারণ কাল্পনিক চরিত্র ভরত ও ভূমিসূতা, যাদের মাধ্যমে উপন্যাসটি আবর্তিত। ইতিহাসের সাথে কল্পনার এই মিলনে যে মহৎ সৃষ্টি, তা অনন্য। সুখ, দুঃখ, অপমান, তাচ্ছিল্য, ঘৃণা, ক্রোধ, লালসা, বিরক্তি - এসব কে ছাড়িয়ে যে আবেদন বারবার নাড়া দিয়ে যায় তা হলো ভালোবাসা ও সত্য। দেশ নামের এক ভাবসত্তা আর পরাধীনতার গ্লানি - দুটোরই অনুভব এক নতুন চেতনার উন্মেষ ঘটায়।
লেখক কে ধার নিয়ে বলি তীর সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু টা পিছিয়ে আসে প্রথমে, নাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আত্মবিস্মৃত বাঙালি জাতিকে এগিয়ে যেতে গেলে অতীত দর্শন করতেই হবে। সুনীল বাবু চোখে আঙুল দিয়ে আমাদের সেই অতীত দেখিয়ে গেছেন। বর্তমানে দাঁড়িয়ে যদি সেই অতীতের দিকে পিছু ফিরে না তাকাই, ভবিষ্যৎ তার জবাব দেবে।


সুমন সিনহা     
০২/০৯/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...