Tuesday, April 20, 2021

সুখ

 সুখ

উৎখাত, তুমি উৎখাত
তোমার নিজের ঘরের থেকে
উৎপাত, বড় উৎপাত
তুমি বলবে ডেকে কাকে?

শোনবার লোক নেই
তুমি বড্ড একা আজ
সন্ধ্যে নামার পরেও
থামতে চায় না কাজ।

আড্ডা দেওয়ার নেশা
সে তো কবেই গেছে চুকে
নীরবতাই ভাষা
যদি বাঁচতে যে চাও সুখে! 

সুখের মানে তোমার কাছে
হয়তো শুধুই পেশা
সুখের মানে কারোর কাছে
প্রতিবাদের ভাষা।

প্রতিবাদের নানান ধরন 
নানান মতবাদ
ভালো থাকার জন্য 
আজ মৌনতাই থাক। 

জবাব দেবে আগামীকাল 
কে ভুল, কে ঠিক 
সবুর করো আর ক'টা দিন 
দেখব তোমার জিত।

সুমন সিনহা
১৬/১২/২০২০

No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...