Friday, April 23, 2021

নারী, তুমি স্বাধীন আজ
মহা ধুমধাম
কালও তুমি স্বাধীন থেকো
পেয়ো পরিশ্রমের দাম ।
----------------------
পুরুষ, তুমি লড়াই করো
নারীর জন্য আজ
কালকে নারী বলবে জেনো
সবার জন্য সমান কাজ।
----------------------
আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা

সুমন সিনহা 
০৮/০৩/২০১৯

No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...