Tuesday, April 20, 2021

খেয়াল

খেয়াল

দুপুর বেলায় হঠাৎ খেয়াল হলো
ঘুরে আসি সব পুরোনো অলি গলি
অবক্ষয়ের পঁচিশ বছর পর
কেমন আছে ফেলে আসা দিন গুলি।

রোজ বিকেলে আড্ডা দেওয়ার নেশা
ছুটে যেতাম তোদের বাড়ির ছাদে
কখনো সেই কোণের ঘর টা তে
সময় যেতো নিজের মনে বয়ে।

ঘড়ি দেখার ছিল না কোনো বালাই 
রেশারেশির ছিল না কোনো লড়াই
লাভ ক্ষতি তে ছিল না যে বিশ্বাস 
শুধু তুই আর আমি, আর ওই ছাদ। 

না ছিল ফোন, না কিছু ভেবে 
দিতিস উঁকি আমার ঘরে
বলতিস তুই এক গাল হেসে
চল ঘুরে আসি গঙ্গার ধারে।

দুটো সাইকেল পাশাপাশি চলে
উৎসাহী লোক চোখাচোখি করে 
আমরা দুজন নির্বিকার 
চষে ফেলি সব রাস্তা ঘাট। 

ছিল না কোনো হিসেবনিকেশ 
ছিল না কোনো বিধিনিষেধ 
চেনা গন্ডির মধ্যে থাকা, ছিল স্বতঃসিদ্ধ 
কাঁচা বয়সের দুটি কচি মন, শুধু অপাপবিদ্ধ।

সুমন সিনহা 
২৫/০৭/২০২০

No comments:

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...