Friday, April 23, 2021

আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস থেকে আন্তর্জাতিক নারী দিবস। সচেতন ভাবে শ্রমজীবী শব্দটি বাদ দিয়ে বাকি টা নিয়ে আদিখ্যেতা করা শুধুমাত্র দেখনদারি (exhibitionism) । ক্ষমতায়ন (নারী বা পুরুষের) কি কাজে ব্যবহার হচ্ছে সেটাই বেশী গুরুত্বপূর্ণ। অমুক অম্বানী বা তমুক সীতারামনদের ক্ষমতায়ন নিয়ে উল্লাস করা অনেক বেশী সহজ হয়ে যায় যদি ওই শ্রমজীবী শব্দ টা না থাকে। পার্থক্য এখানেই।

সুমন সিনহা
০৮/০৩/২০২০

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...