Tuesday, April 20, 2021

একাকীত্ব

একাকীত্ব

সময়ের ভারে অসীম একাকীত্ব
অবাধ্য অনুভূতিগুলো বোঝে না।
ভালোবাসার মানুষজন দূরে চলে যায়
আমি বসে বসে দেখি।
একাকীত্বরও কি সীমানা আছে
অন্ধকারের মত?
বা মোহনা আছে? 
সীমানা পেরোবার চেষ্টা করি
মোহনার কাছে যাওয়ার চেষ্টা করি। 
কাছাকাছি এসে দেখি
আমারই ভ্রম
সেখানেও ভালোবাসা নেই
আছে কপটতা, আছে অজুহাত 
আছে মনভোলানো বাক্যালাপ। 

আমি আবার একা একা ফিরে আসি...

সুমন সিনহা
০২.০২.২০২১

No comments:

এলোমেলো ভাবনা - ১২

আজ  সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন...